পাথরঘাটায় প্রশিক্ষিত মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৭-১৫ ১৬:২৭:৫৬

পাথরঘাটায় প্রশিক্ষিত মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

পাথরঘাটায় প্রশিক্ষিত মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

জাফর ইকবাল, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় ইউএসএআইডি’র অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর যৌথ বাস্তবায়নে ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র উদ্যোগে প্রশিক্ষিত ৩০ জন মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

গত ৮ জুন থেকে তিনদিন ব্যাপি ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর বঙ্গপসাগরের মাছধরা মাঝিদের সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ, দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ ও আচরণবিধি অনুশীলন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় আজ ১৫ জুলাই ওই সকল প্রশিক্ষিত মাঝিদের মাঝে সাগরে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট বিতরণ করেন উক্ত সংস্থাটি।

পাথরঘাটায় প্রশিক্ষিত মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

পাথরঘাটায় প্রশিক্ষিত মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হচ্ছে।

উক্ত জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু,ওয়ার্ল্ডফিশ এর সহযোগী গবেষক শহীদ নাসরুল্লাহ অাল মামুন, সহকারী গবেষক মোঃ বখতিয়ার রহমান প্রমুখ।

আরো সংবাদ