পাহাড় কাটার অপরাধে সরকারি কর্মচারিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৬-১৩ ১৫:৫৫:৪৯

পাহাড় কাটার অপরাধে সরকারি কর্মচারিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব  প্রতিবেদক  :  কক্সবাজারে সরকারি পাহাড় কাটার ঘটনায় চার সরকারি কর্মচারিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৩ জুন) পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুল গিয়াস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামীরা হলেন যথাক্রমে কক্সবাজার জেলা কালেক্টরেট ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুল, কক্সবাজার পৌরসভার টেকপাড়ার জয়নাল আবেদীন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারিকারক জুলফিকার আলি ভুট্টো, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়ক মোহাম্মদ ইয়াছিন, কক্সবাজার পৌরসভার কলাতলীর সৈকতপাড়ার মোহাম্মদ হোসাইন ফকির, টেকনাফ উপজেলার হ্নীলার শাহজাহান, কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার দিল মোহাম্মদ এবং কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার ছিদ্দিক মাঝি।

আসামীদের বিরুদ্ধে কক্সবাজার শহরের কলাতলীতে সরকারি পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ আনা হয়। এর আগে কক্সবাজার শহরের কলাতলীর ৫১ একর এলাকার পূর্ব পাশে জয়নাল সওদাগরের ঘোনা এলাকায় ৩০/৪০ জন শ্রমিক দিয়ে ৫ একরের একটি বিশাল পাহাড়ের অর্ধেক কেটে ফেলেন জেলা কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুলের নেতৃত্বে একটি সিন্ডিকেট।

আরো সংবাদ