পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২৪-০৫-০২ ০৮:২৪:৫৯

পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যু

পেকুয়ায় বজ্রপাতে ২ চাষি নিহত

 পেকুয়া প্রতিনিধি :  কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণচাষির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) ভোরে উপজেলার রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া ও মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন: রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়ার জামাল হোসেনের ছেলে মো. আরাফাত (১৭) ও মগনামা ইউনিয়নের কোদাইল্লাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে মো. দিদার হোসেন (২৫)।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, পেকুয়ায় ভোর ৪টার দিকে বজ্রপাত হয়। এ সময় বৃষ্টি আসার সম্ভাবনা দেখে ঘর থেকে বের হয়ে লবণ মাঠে যান চাষি মো. আরাফাত ও মো. দিদার হোসেন।


পরে লবণ মাঠে গিয়ে লবণ সংরক্ষণ করতে গিয়ে বজ্রপাতে দুই চাষির মৃত্যু হয়। প্রয়োজনীয় কার্যক্রম শেষে নিহতদের দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।
 
তবে বজ্রপাতের সময় চাষিদের নিরাপদ আশ্রয় থাকার জন্য নানা নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য জনপ্রতিনিধিরাও মানুষজনকে সচেতন করছেন বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।

আরো সংবাদ