পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই ৩ বসতঘর - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২১-০৪-০৮ ১৪:২২:২৩

পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই ৩ বসতঘর

পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই ৩ বসতঘর

কক্সবাজার : পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত আমিনুল হক, মাহাবুল আলম ও ইলিয়াছ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার বারবাকিয়া ইউপির সবজীবন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে পেকুয়া থানা পুলিশ পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন।

পেকুয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন বড়ুয়া বলেন, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩টি বসতঘর আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মাহাবুল আলম বলেন, ঘরের চালের উপর বৈদ্যুতিক তারের সংঘর্ষে আগুন লেগে যায় বাড়িতে। মূহর্তে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিস না পৌঁছালে আরও বেশ কয়েকটি বসতঘর পুড়ে যেত। তাদের তিনটি ঘর পুড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

আরো সংবাদ