প্রদীপের ইয়াবা সাম্রাজ্য জেনে ফেলায় সিনহাকে প্রাণ দিতে হয় - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১২-১৩ ১১:৪৭:৪৩

প্রদীপের ইয়াবা সাম্রাজ্য জেনে ফেলায় সিনহাকে প্রাণ দিতে হয়

নিউজ ডেস্ক, কক্সবাজার কন্ঠ :  ইয়াবা পাচারের সঙ্গে ওসি প্রদীপের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পরিকল্পিতভাবে মেজর সিনহাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রোববার (১৩ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে র‌্যাব জানায়, জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইয়াবা পাচারের বিষয়ে প্রদীপের বক্তব্য নিতে চান সিনহা, পরে টেকনাফ থানাতে প্রদীপের নেতৃত্বে একটি মিটিং হয়। সেই মিটিংয়ের পর লিয়াকতকে সিনহা হত্যার জন্য দায়িত্ব দেয়া হয়।
এর আগে রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তাসহ র‌্যাবের সদস্যরা। এরপর বিচারক তামান্না ফারাহ’র আদালতে চার্জশিট দাখিল করে র‌্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জন দোষ স্বীকার করে আদালতের অনুকম্পা চেয়ে জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইয়াবা ব্যবসা নিয়ে মেজর (অব) সিনহা ওসি প্রদীপের বক্তব্য নিতে চাইলে তিনি আগে সিনহাকে হুমকি দেয় ও পরে তাকে হত্যা করে। যাস্ট গো এর জন্য ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র ধারণের এক পর্যায়ে স্থানীয় মানুষের সাথে কথা বলে ইয়াবা কারবারে প্রদীপের সংশ্লিষ্টতার তথ্য পান সিনহা। সঙ্গে প্রদীপের বহুমুখী নির্যাতনের তথ্যও পান তিনি। এ নিয়ে টেকনাফ থানাতেই প্রদীপ সিনহাকে হুমকি দেন। সিনহা সামান্য ক’দিনেই প্রদীপের ত্রাসের রাজত্বের সন্ধান পেলেও আইন শৃঙ্খলা বাহিনী কেন তা জানতো না এটা ব্যর্থতা কি না, এমন প্রশ্নের জবাবে র‌্যাব এর দাবি আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ তা তারা মনে করেন না।
মামলাটির তদন্ত সংস্থা জানায়, সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। তার নির্দেশেই এসআই লিয়াকত সিনহাকে গুলি করে। প্রদীপসহ ১৫ জনকে এ হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। আসামিদের মধ্যে ১৪ জন গ্রেফতার আছে। একমাত্র পলাতক আসামি এএসআই সাগর।
কক্সবাজারের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, চার্জশিটে ১৫ জন আসামির নাম দেয়া হয়েছে। এর মধ্যে ১৪ জন কারাগারে আছেন। একজন পলাতক রয়েছেন।
গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে একখানা হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলীকে। এরপর অভিযুক্ত ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে নেমে র‌্যাব হত্যার ঘটনায় স্থানীয় ৩ জন ছাড়াও এপিবিএন এবং প্রদীপের দেহরক্ষীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করে।
তারা হলেন, বাহারছড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, দেহরক্ষী রুবেল শর্মা, টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এপিবিএনের এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ, পুলিশের মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নিজামুদ্দিন ও আয়াজ উদ্দিন। বাকি আসামি এএসআই সাগর পলাতক রয়েছেন।
এদিকে গ্রেফতার ১৪ আসামিকে র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৩ জুলাই জাস্ট গো নামের একটি ইউটিউব চ্যানেলে ট্রাভেল শো ডকুমেন্টারির শুটিংয়ের জন্য ৩ জন সহযোগীসহ কক্সবাজারের নীলিমা রিসোর্টে উঠেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই খবর পৌঁছায় টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ কুমারের কাছে।
তখন থেকে ওসি প্রদীপ অধীনস্থ পুলিশ সদস্যদের বলেন, ভিডিও পার্টিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, যেকোনো মূল্যে। এরপর থেকে সিনহাকে নজরদারিতে রাখেন এসআই লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিত।
৩১ জুলাই সকালে একটি আইনশৃঙ্খলা বাহিনীর বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে ওসি প্রদীপকে জানানো হয়, মেজর সিনহা রাশেদ প্রাইভেট কার নিয়ে টেকনাফের শামলাপুর পাহাড়ে গেছেন। এ সময় সোর্সের মাধ্যমে বাহারছড়া ক্যাম্পের ইনচার্জ লিয়াকত আলী সিনহার প্রতি নজর রাখতে থাকেন।
ওইদিন রাত সাড়ে ১০টার দিকে সিনহা টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার পথে বাহারছড়া শামলাপুর পুলিশ চেকপোস্টে তল্লাশির নামে গাড়ি থেকে নামিয়ে মেজর (অব.) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যা করা হয়। পরে ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
এ নিয়ে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, সিনহা হত্যা মামলায় ১৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১৪ জন জেল হাজতে আছে। আরেকজন পলাতক।
এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা কান্ডের ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসে দায়ের করা হত্যা মামলাটি বে-আইনি ও অবৈধ ঘোষণা চেয়ে প্রধান আসামী লিয়াকত আলীর আইনজীবীর দায়ের করা রিভিশন মামলাটি খারিজ করে দিয়েছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল।
১৩ ডিসেম্বর রোববার দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারিত দিনে দীর্ঘ শুনানী গ্রহণ করে বিচারক মামলাটি খারিজ করে দেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় বোনের দায়ের করা মামলার বাদী পক্ষের সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর।
গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সিনহা হত্যা মামলার প্রধান আসামী লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী মাসুদ সালাউদ্দিন এ রিভিশন মামলাটি দায়ের করেন।
অপরদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় তার সহযোগি শিপ্রা দেবনাথ ও সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা ২ মাদক মামলার সত্যতা পায়নি তদন্ত কর্মকর্তা। এই মর্মে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।
রোববার ১৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে ২ মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার রামু ও টেকনাফ আদালতে এ প্রতিবেদন দাখিল করেছেন। কক্সবাজার পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো সংবাদ