প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন যে প্রকল্পসমূহ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-১২-০৬ ১৩:১৭:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন যে প্রকল্পসমূহ

নিজস্ব প্রতিবেদক :  আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে ৯ম বারের মতো কক্সবাজার আসছেন। এ দিন প্রধানমন্ত্রী শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় দুপুরে বিভিন্ন মন্ত্রনালয় ও বিভাগের আওতাধীন ২৯টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন।

প্রকল্প গুলো হচ্ছে : পানি সম্পদ মন্ত্রণালয়
★ ১৯৫.৪৩ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার বাকখালী নাদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং প্রকল্প (১ম পর্যায়)।
★ ১৫১.৮৮ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার শাহপরীরদ্বীপে সী ডাইক অংশে বাঁধ পুন:নির্মাণ ও প্রতিরক্ষা কাজ।
★ ৩৬২.২০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার ক্ষতিগ্রস্ত পোল্ডার সমূহের পুর্নবাসন প্রকল্প।

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
★ ২১৭.০০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার লিংক রোড-লাবনী মোড় সড়ক চার লেনে উন্নীতকরণ।
★ ১৮৪.০০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার রামু-ফতেখাঁরকুল-মরিচ্যা ও জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ।
★ ৫৯.০০ কোটি টাকা ব্যয়ে টেকনাফ-শাহপরীর দ্বীপ জেলা মহাসড়কের ছাড়িয়াখালী হতে শাহপরীরদ্বীপ অংশ পুন:নির্মাণ, প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ।

 

স্থানীয় সরকার বিভাগ
★ ২৬.৯৮ কোটি টাকা ব্যয়ে রামু কলঘর বাজার-রাজারকুল ইউপি সড়কে বাঁকখালী নদীর উপর ৩৯৯.০০ মিটার দীর্ঘ সাংসদ ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতু।
★ ৪.২২ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলায় নবনির্মিত ০৬ টি ইউনিয়ন ভূমি অফিস ভবন।
★ ৭. ৮৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, রামু।
★ ৪.৭২ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, টেকনাফ।
★ ৭.২৫ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, মহেশখালী।
★ ২.৭৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, উখিয়া।
★ ৫৮.৮৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পৌরসভাধীন এয়ারপোর্ট রোড আরসিসিকরণ ও অন্যান্য কাজ।
★ ১৬.৩৬ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পৌরসভাধীন শহিদ সরণি আরসিসিকরণ ও অন্যান্য কাজ।
★ ১৮.৮৭ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পৌরসভাধীন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন
স্টেডিয়াম সড়ক আরসিসিকরণ ও অন্যান্য কাজ।
★ ১৮.২৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পৌরসভাধীন নাজিরারটেক শুটকি মহাল সড়ক আরসিসিকরণ ও অন্যান্য কাজ।
★ ১৮.২৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পৌরসভাধীন টেকপাড়া সড়ক আরসিসিকরণ ও অন্যান্য কাজ।
★ ২২.৬০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পৌরসভাধীন সী বীচ রোড
আরসিসিকরণ ও অন্যান্য কাজ।
★ ১২.৩৩ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পৌরসভাধীন মুক্তিযোদ্ধা সরণি
আরসিসিকরণ ও অন্যান্য কাজ।
★ ১১.৫২ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পৌরসভাধীন সৈকত-স্বরণ আবাসিক এলাকা সড়ক আরসিসিকরণ ও অন্যান্য কাজ।

স্থানীয় সরকার বিভাগ
★ ২৮.৩৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন ধুরুং জিসি মিরাখালী সড়কে ধুরুংঘাটে ১৫৩.২৫ মিটার জেটি এবং আকবর বলি ঘাটে ১৫৩.২৫ মিটার জেটি নির্মাণ।
★ ৩৭.০০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন মহেশখালী গোরকঘাটা ঘাটে জেটি নির্মাণ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
★ ১১.৮৬ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার গণপূর্ত উদ্যান,বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
★৫.২০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়
ভবন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
★ ২.৩৮ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মিত চার তলা একাডেমিক ভবন।
★ ৩.০৩ কোটি টাকা ব্যয়ে আবদুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে নির্মিত চার তলা একাডেমিক ভবন।
★ ২.৩৮ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মিত চার তলা একাডেমিক ভবন।

সুরক্ষা সেবা বিভাগ
★ ৩.২৫ কোটি টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন,কুতুবদিয়া।

ভূমি মন্ত্রণালয়★ ২.৩৪ কোটি টাকা ব্যয়ে উপজেলা ভূমি অফিস ভবন, পেকুয়া।

আইন মন্ত্রণালয়
★ ১০.০০ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
★ ৪৪৩.৯৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প।

পানি সম্পদ মন্ত্রণালয়
★ ৬২.১৬ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফনদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুর্নবাসন প্রকল্প।

আরো সংবাদ