প্রবীণ সাংবাদিক বদিউল আলমের সহধর্মিণী’র ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৮-১২ ১৭:১৯:৪৫

প্রবীণ সাংবাদিক বদিউল আলমের সহধর্মিণী’র ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্টাতা ও সাবেক সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি বদিউল আলমের সহধর্মিণী নুরুন্নাহার বেগম আর নেই। তিনি আজ বুধবার (১২ আগষ্ট) রাত ৯টার দিকে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নুরুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার। এই সাংবাদিক সংগঠনটির সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেন এক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বুকের ব্যথা নিয়ে নুরুন্নাহার বেগমকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির আধাঘন্টার মধ্যেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ ছেলে ও  ৪ মেয়ের মা। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এই প্রতিবেদন তৈরিকালে তাঁর মরদেহ কক্সবাজার শহরের গোলদীঘির পাড়স্থ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও জানাযার সময় ও স্থান নির্ধারণ করা হয়নি।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর শোক
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর প্রতিষ্টাতা সভাপতি ও জেলার প্রতিথযশা সাংবাদিক বদিউল আলমের সহধর্মিণী নুরুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সকল সদস্য। তার মৃত্যুতে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতি দিয়েছেন। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেন ওই বিবৃতিতে মরহুমা নুরুন্নাহারের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরো সংবাদ