সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টে ফুটবলারদের মিলন মেলা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১১-০১ ১৫:১১:৩০

সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টে ফুটবলারদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক : ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিলো ককসবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে বয়স্কদের উপভোগ্য খেলায়।

সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২০২০ আয়োজিত খেলা পরিণত হয়েছিল সাবেক ফুটবলারদের মিলনমেলায়। খেলাটা মূখ্য নয়, এ আয়োজনটা সবাইকে এক জায়গায় করবেন, অনেকদিন পর অনেকের সঙ্গে দেখা হবে- এমন টানেই শৈশবের সোনালী দিনের বিকেলে অনেকেই এসেছিলেন ১ নং ওয়ার্ডের বৃহত্তর কুতুবদিয়া পাড়ার বজল মার্কেট সংলগ্ন খেলার মাঠে ।

বিভিন্ন রংয়ের জার্সিতে জ্বলজ্বল করছিল সাবেক খেলোয়াড়দের মুখ। সোনালী বিকেলটা ফুটবলপ্রেমীদের ফিরিয়ে নিয়েছিল অতীতে, মনে করিয়ে দিলো ফুটবলের সোনালী দিনের কথা।

৮ দলে ভাগ হয়ে খেললেন সাবেকরা। সাবেক কৃতি খেলোয়াড় মোঃ শহিদুল্লাহর উদ্যোগে যেনো এ আয়োজনটা অনুর্ধ ৩৫-৭০ বছর এলাকার সাবেক খেলোয়াড়দের বন্ধুত্বের সোনালী আয়োজন।

কুতুবদিয়াপাড়া ক্রীড়া পরিষদের সভাপতি কামরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান কদমফুলের খেলোয়াড় ইয়াহিয়া খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উদ্যোক্তা সাবেক খেলোয়াড় মোঃ শহীদুল্লাহ্ ।
প্রধান অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর এম আকতার কামাল আজাদ, বিশেষ অতিথি ১ নং ওয়ার্ড আ’ লীগের সভাপতি আতিকুল্লাহ কোং ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হুমায়ুন সিকদার।
উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা সরওয়ার, শাহাদাত উল্লাহ, নুরুল বশর বাদশা, ছাবের আহমদ, আবুল বশর বহদ্দার, শাহাদাত হোসেন মুন্না, সরওয়ার আলম ও মোস্তাক আহমদ।

এতে জবা দলের অধিনায়ক সিরাজুল করিম, শাপলা দলের অধিনায়ক মোঃ শহিদুল্লাহ, কাশফুল দলের অধিনায়ক আবদুর রহিম রব্বানী, সুর্যমুখি দলের অধিনায়ক মোস্তাক আহমদ, কদমফুলের অধিনায়ক জাফর আলম, গন্ধরাজের অধিনায়ক জিল্লুল করিম, গোলাপ দলের অধিনায়ক আবুল কাশেম বাসিন্ন্য ও রজনীগন্ধার অধিনায়ক সেলিম উদ্দিন কোং’র নেতৃত্বে ৮ দল খেলায় অংশগ্রহণ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জেলা লীগ ও জাতীয় লীগের খেলোয়াড় মনসুর আলম।

পড়ন্ত বিকেলে সাবেক তারকাদের আলোয় আলোকিত করে এ আয়োজন। হাজার হাজার দর্শকে ভরপুর বয়স্কদের এ টুর্নামেন্ট। উপভোগ্য ও বিনোদনের ব্যতিক্রম এক আয়োজন।
৩ অক্টোবর গন্ধরাজ বনাম গোলাপ দলের সাথে ফাইনাল খেলবে।

আরো সংবাদ