ফের আগুনে পুড়লো ক্যাম্প : দিশেহারা কয়েক হাজার রোহিঙ্গা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০১-১৮ ১৪:১১:৫৮

ফের আগুনে পুড়লো ক্যাম্প : দিশেহারা কয়েক হাজার রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বারবার আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়ছে৷ নিঃস্ব হয়ে যাচ্ছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিবারগুলো৷

রোহিঙ্গা নেতারা বলছেন, ক্যাম্পে বারবার অসাবধানতায় আগুন লাগছে৷ তবে এর পেছনে কোনো নাশকতামূলক তৎপরতা রয়েছে কিনা, সে প্রশ্নও এখন সাধারণ রোহিঙ্গাদের মুখে মুখে৷

প্রতিবছর ক্যাম্প গুলোতে ৫০-৬০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও মাইকিং আর মহড়া ছাড়া সংশ্লিষ্টদের খুব বেশি জোড়ালো ভূমিকা চোখে পড়ে না৷ শিবিরে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর তেমন কোনো ব্যবস্থা নেই৷

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনগুলোও আলোর মুখ দেখে না৷

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে ৬৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ২০২০ সালে ঘটেছিল ৮২টি৷ যদিও রোহিঙ্গাদের হিসেবে এই সংখ্যা আরও বেশি৷

চলতি বছর ১২ জানুয়ারি পর্যন্ত ছোট-বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ এর মধ্য সবশেষ ৯ জানুয়ারি উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরের প্রায় ৬০০ ঘর পুড়ে গেছে৷ কিন্তু টেকনাফের চেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উখিয়ার শরণার্থী শিবিরে৷

বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা এমদাদুল হক জানান, ‘গেল বছরে উখিয়া রোহিঙ্গা শিবিরে অর্ধশতাধিকের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷

তিনি আরও জানান, মূলত রোহিঙ্গাদের অসাবধানতার কারণে ক্যাম্পে শীত মৌসুমে এ ধরনের ঘটনা ঘটে৷ তাদের গ্যাস সিলিন্ডার ও অসর্তকতার কারণে সামনে এ ধরনের ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে৷

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, রোহিঙ্গা শিবিরগুলো ঘনবসতিপূর্ণ৷ সেখানে ঝুপড়ি ঘর আছে৷ দুর্গম পাহাড়ে অবস্থানের কারণে আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না৷ বেশিরভাগ ক্যাম্পে রাস্তার কারণে ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে৷

তিনি আরও জানান, আবার পানির উৎসের সংকটও বেশি হওয়ার ফলে আগুন লাগলে শিবিরগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয় বলে জানান তিনি৷

রোহিঙ্গা শিবিরগুলোতে বারংবার অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যাণ্ড হিউম্যান রাইটসের নেতা হামিদ হোসেন ও সৈয়দ উল্লাহ বলেন, রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের কিছু ঘটনা রহস্যজনক মনে হয়৷ এর পেছনে কোনো চক্রের হাত থাকার সম্ভাবনা রয়েছে৷

এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

আরো সংবাদ