বনভূমি ও পশুপাখি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ৩ মে ২০২৪ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০২-১৩ ০৯:৩৩:৫৪

বনভূমি ও পশুপাখি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান

বনভূমি ও পশুপাখি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান

জাফর আলম : কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বনবিটের বন পাহারা দলের সদস্যদের যৌথ বনপাহারা দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বিট অফিসে বনপাহারা দলের (সিপিজি) সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, সিএমসি’র সভাপতি আলমগীর চৌধুরী, সহসভাপতি সাইফুল্লাহ কোং
,নেচার এন্ড লাইফ প্রকল্পের উপ-পরিচালক নারায়ন দাশ, হোয়াইক্যং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দীন মিনার চৌধুরী , শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস, মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ, সাইট অর্ডিনেটর নজরুল ইসলাম চৌধুরী, সাইট ম্যানেজার শাহাবুদ্দিন, শাহ আলম, সিপিজির সভাপতি খায়রুল বশর, ভিসিএফ সভাপতি আমীর মোহাম্মদ শাহজাহান, প্রশিক্ষক কামরুলসহ বন পাহারা দলের সদস্য উপস্থিত ছিলেন।

শামলাপুর বিট অফিসার কেবিএম ফেরদৌস বলেন, সকলের সহযোগিতা পেলে বনভূমি ও পাখি,হাতি রক্ষা করা সহজ হবে বলে জানিয়েছেন তিনি। রেঞ্জ অফিসার মিনার চৌধুরী বলেন, সকলকে রক্ষিত এলাকা আইন ও বন, বন্যপ্রানী আইন মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।

সুপরামর্শ দিকনির্দেশনা মূলক বক্তব্যে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সিকদার বলেন, বনভূমি, পশুপাখি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে পাহাড় কাটা বন্ধ করতে হবে। কেউ যাতে পাহাড় কাটতে না পারে সে বিষয়ে বনবিভাগকে সকলে সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ