বাঁকখালী দখল-দূষণমুক্ত রাখতে নৌ-র‌্যালী - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-১০-১৯ ০৮:১৫:৩৬

বাঁকখালী দখল-দূষণমুক্ত রাখতে নৌ-র‌্যালী

বার্তা পরিবেশক : নদী বাঁচলে বাঁচবে দেশ, সুন্দর হবে বাংলাদেশ এ প্রতিপাদ্যে কক্সবাজারের বাঁকখালী নদী দখল ও দূষণমুক্ত করণে জনসচেতনতামূলক নৌ-র‌্যালী করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। আজ ১৯ অক্টেবর সকাল ১১ টার দিকে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে কক্সবাজার শহরের ৬নং ঘাট থেকে বিআইডব্লিউ ঘাট পর্যন্ত এ র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সচেতনতামূলক র‌্যালীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনসিসির মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বলেন, সারাদেশে যেভাবে দেশ ও জাতির কল্যাণে বিএনসিসি ক্যাডেটরা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাঁকখালী নদী দখল আর দূষণমুক্ত করণের এই সচেতনতামূলক র‌্যালী। র‌্যালীতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আমিন আল পারভেজ, বিএনসিসি নৌ শাখার সিও মোহায়মেনুল ইসলাম, সরকারী কলেজ বিএনসিসির প্লাটুন কমান্ডার মফিজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মং থোয়েন, রামু বিএনসিসির প্লাটুন কমান্ডার মোবারক হোসেনসহ ক্যাডেটরা উপস্থিত ছিলেন। র‌্যালীতে বাঁকখালী নদীতে ময়লা-আবর্জনা, প্লাস্টিক বজ্য, পলিথিন ও ক্লিনিক্যাল বজ্য না ফেলার জন্য সচেতনমূলক লিপলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ