বাংলাদেশকে প্রায় ১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৫-২০ ০৫:০৭:২০

বাংলাদেশকে প্রায় ১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

নিউজ  ডেস্ক :  বাংলাদেশের করোনা কার্যক্রমে সন্তুষ্ট হয়ে স্বাস্থ্য খাতের জন্য প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১৯ মে) সচিবালয়ে মন্ত্রিসভার ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের করোনা কার্যক্রম নিয়ে প্রশংসা করেছে বিশ্বব্যাংক। বিশেষ করে টিকা কার্যক্রমের জন্য। তাই বাংলাদেশের জন্য ৯৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে তারা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের নেক্সট ইয়ারের প্রোগ্রাম ক্যারি আউট করার জন্য এই ডলার অ্যালোকেট করা হয়েছে। আমাদের যে এক্সপেরিয়েন্সটা সেটা সারা পৃথিবীতে প্রচার করতে চায়।

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার চাপ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পক্ষসমূহকে বিশেষ বৈঠক করে সিদ্ধান্ত জানাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, ডলারের ক্রাইসিস কীভাবে সলভ করা যায় তা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে ঠিক করে প্রেসের সামনে বসার জন্য বলেছেন। এ ছাড়া এসব বিষয়ে আগামী ২-৩ দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে জানাতে হবে।

আরো সংবাদ