বালুখালী সীমান্ত থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২০-১২-০৬ ০৮:১৯:৫০

বালুখালী সীমান্ত থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত থেকে মালিকবিহীন দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার (৬ ডিসেম্বর) ভোরে বালুখালীর রহমতের বিল সীমান্তে এ অভিযান চালানো হয়। বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে পাচারকারি চক্র এমন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র টহল দল রহমতের বিল অবস্থান নেন। এ সময় ৫/৬ জন চোরাকারবারী রহমতের বিল এলাকা দিয়ে সীমান্ত হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘন কুয়াশার আড়ালে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে। যার সিজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিজিবি’র ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।

আরো সংবাদ