বাসমাশিস কক্সবাজার জেলা শাখার ৭ দফা দাবী নিয়ে স্মারকলিপি - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ৭ মে ২০২৪ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-১০ ০৭:৩২:১৩

বাসমাশিস কক্সবাজার জেলা শাখার ৭ দফা দাবী নিয়ে স্মারকলিপি

সংবাদ বিজ্ঞপ্তি: বাসমাশিস কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৯ মার্চ সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কক্সবাজার জেলার ছয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ সমবেত হয়ে মানব বন্ধন কর্মসূচি পালন করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তাদের প্রাণের ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ও মানববন্ধন কর্মসুচী পালন করেন। দাবী ১ ঃ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দাবী ২ঃ বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান দাবী ৩ঃ সিনিয়র শিক্ষকসহ সকল শূন্যপদে পদোন্নতি দাবী ৪ঃ এন্ট্রি পদ ‘সহকারী শিক্ষক’ ৯ম গ্রেডে উন্নীতকরণ দাবী ৫ঃ নতুন আত্মীকরণ বিধিমালা প্রণয়ন দাবী ৬ঃ উপ-পরিচালকসহ অন্যান্য পদের বেতন গ্রেড উন্নীতকরণ দাবী ৭ঃ শিক্ষা ডিপার্টমেন্টকে নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণা। তাদের দাবীগুলো জেলা প্রশাসক মনোযোগ সহকারে শোনেন এবং স্মারকলিপি গ্রহণ পূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্রুততম সময়ের মধ্যেই পৌঁছানোর আশ্বাস প্রদান করেন। আজকের কর্মসূচি সফল করার জন্য সমবেত সম্মানিত সকল শিক্ষক -শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত সবাইকে বাসমাশিস, কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি সোহেল ইকবাল ও সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া মো. য়্যাঁহয়া হাছান আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

আরো সংবাদ