কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৪-২৩ ১৪:৩৩:৩৯

কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারের বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন। শনিবার (২৩ এপ্রিল) শহরের কলাতলীস্থ নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক।

 

সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের  সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, কোস্টের আইন উপদেষ্টা এডভোকেট রমিজ আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনলের এপিপি এড. সাকি এ কাউসার, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমেদ শামীম, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, কোস্ট ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক মকবুল আহমেদ, নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল ইসলাম রাশেদ, বিশিষ্ট আইনজীবী শামসুল ইসলাম কুতুবী, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার ৭১ এর প্রধান সম্পাদক বেলাল উদ্দিন, সমাজকর্মী ও রাজনীতিবিদ কামাল উদ্দীন রহমান পিয়ারু, কবি শামিম আক্তারসহ কক্সবাজারের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান কেস্টের উপ-নির্বাহি পরিচাক সনত কুমার ভৌমিক। সংস্থার কার্যক্রমের উপর সংক্ষিপ্ত উপস্থানা প্রদান করেন, কোস্টের হেড- হিউম্যানিটারিয়ান রেসপন্স শাহিনুর ইসলাম। সংস্থার সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর সকলের উপস্থিতিতে এ আয়োজন সম্ভবপর হয়েছে।

ইফতার ও আলোচনা সভায় যোগ দেওয়ায় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ইফতার অনুষ্ঠানে ক্ষুদ্র ঋন কর্মসুচির আঞ্চলিক সমন্বয়ক আশেকুল ইসলামসহ কোস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়ার মধ্য দিয়ে ইফতার ও আলোচনা সভাটি সম্পন্ন হয়। উল্লেখ্য, কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলার ২০টি শাখা অফিসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ