ভূমি অধিগ্রহণের আবেদন নিজেই জমা দিন-জেলা প্রশাসক - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ৩ মে ২০২৪ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৫-২৯ ১২:২২:০১

ভূমি অধিগ্রহণের আবেদন নিজেই জমা দিন-জেলা প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি :  জেলা প্রশাসন মহেশখালীর মাতারবাড়িতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ করেছে। শনিবার ( ২৯ মে) মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে এ ক্ষতিপূরনের চেক বিতরণ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আমিন আল পারভেজ, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এক কোটি পনের লক্ষ টাকার ৩২ টি চেক হস্তান্তর করা হয়।

চেক বিতরণের পূর্বে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ভূমি মালিকদের কোন প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগির শরণাপন্ন না হয়ে নিজেদেরকে ভূমি অধিগ্রহণ শাখায় আবেদন জমা ও শুনানীতে অংশ নেয়ার আহবান জানান। এ প্রসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা পেতে কোন হয়রানি বা দুর্নীতির শিকার হলে তিনি জনগণকে সরাসরি তার সাথে যোগাযোগের পরামর্শ দেন। পরে, মহেশখালী উপজেলাস্থ মাতারবাড়িতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।

আরো সংবাদ