বিশ্বনবীর অপমানের প্রতিবাদে বাইশারীতে বিক্ষোভ সমাবেশ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৬-১৯ ১৪:৪০:৩৬

বিশ্বনবীর অপমানের প্রতিবাদে বাইশারীতে বিক্ষোভ সমাবেশ

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি :  বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে মহানবী (সঃ) কে অবমাননা ও কটুবাক্য উচ্চারণ কারীর বিরুদ্ধে সকল স্তরের ছাত্রবৃন্দরা বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার ১৮ জুন বিকালে বাইশারী শাহ নুরুদ্দীন রাহঃ দাখিল মাদ্রাসা ও বাইশারী স্কুল এন্ড কলেজ থেকে খন্ড খন্ড মিছিল বের হয়ে বাইশারী বাজার চত্বরে মিলিত হয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজারের ত্রিমুৃৃহনী চত্বরে জমায়েত হয় এবং প্রতিবাদ সমাবেশ শুরু করা হয়।

এসময় মাওলানা জহিরুল হকের পরিচানায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এস এনকে রিপন,উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক আলী মোঃ মিনহাজ, মাওলানাআবদুর রহিম , মাওলানা রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তাহের মোরশেদ, সাজ্জাদ সহ অনেকেই। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এ বক্তারা বলেন, বিজেপির জাতীয় মুখপাত্র নুপূর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল মহানবী হজরত মোহাম্মদ সা: ও হজরত আয়েশা রা: কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের মুসলমান শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এ ঘৃণ্য কাজ কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা নয় বরং তা একটি দেশ, দল ও সরকারের অসভ্য ও নিচু মানসিকতার প্রতিফলন।

তারা বলেন, এর আগেও ভারতে কুরআনের আয়াত পরিবর্তন চেয়ে করা রিট, মুসলিম বিরোধী আইন, মুসলমানদের ওপর গণহত্যা, মসজিদ ভাঙচুর, অগ্নিসংযোগ পরিচালনা করেছে বিজেপি সরকার। তারাই আবার নিজেদের সভ্য হিসেবে জাহির করে ও ধর্মীয় স্বাধীনতার বুলি আওড়ায়। নেতৃবৃন্দ বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী সা:-কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবি। আমরা অবিলম্বে রাসূল সা:-কে অবমাননাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এসময় বাইশারী বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ