মহেশখালীতে ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২১-০৩-১১ ১১:৫৬:১৬

মহেশখালীতে ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু

মহেশখালীতে ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু

মহেশখালী প্রতিনিধি : বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীতে শুরু হয়েছে ঐতিহাসিক শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা। আর মৈনাক পাহাড়ের পাদদেশে বসছে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। বিকেল ৩টা ৩০ মিনিট হতে শুক্রবার ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে আদিনাথ দর্শন।

এ দুইদিন হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নর-নারীরা ডাব, দুধ দিয়ে একে একে দেবাদিদেব মহাদেব শিবকে ক্লোন করানোর মধ্যে দিয়ে নিজেদের পূণ্য অর্জনের চেষ্টা করবেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেবাদিদেব মহাদেব শিবকে দর্শন ও স্নান করানোর জন্য বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারীদেরও ঢল নামে আদিনাথ মন্দিরে।

তবে যারা কাজের ব্যস্ততা কিংবা টাকা-পয়সার অভাবে মহেশখালীর আদিনাথে গিয়ে শিব লিঙ্গকে দর্শন করতে পারেন না তারা কক্সবাজার শহরের ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম, সাবজর্নীন স্বরসতী বাড়িতে দুধ ও ডাব দিয়ে শিবকে স্নান করাতে পারবে।

হিন্দু সম্প্রদায় ছাড়াও মিলনমেলায় সামিল হবে দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীরা। পূজারী আর পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠবে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। আর বঙ্গোপসাগরের কূল ঘেষে গড়ে উঠা এ পাহাড়ের চূড়ায় বসছে লাখো নর-নারীদের মিলন মেলা।

উল্লেখ্য আদিনাথ মন্দির বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলার সিন্ধু নদীর তীরে মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত। এখানে রয়েছে শ্রী শ্রী মহাদেবের এক অলৌকিক শিবলিঙ্গ, এর পাশাপাশি আছে নেপাল থেকে আনা শ্রী শ্রী অষ্টভূজার (দুর্গামূর্তি) শ্বেতপাথর’র মূর্তি। পাহাড়ের উপর দৃশ্যমান জোড়া পুকুর, এছাড়া আরও রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যা একজন দর্শনার্থী ও ভ্রমণ প্রিয় মানুষকে দিতে পারে খুশির বিনোদন।

আদিনাথ দর্শনে আসা হাজার হাজার নর-নারীদের নিরাপত্তা ও মেলাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাগরপথে মহেশখালী পারাপারে কোন পূজারী ও পর্যটকদের অসুবিধা কিংবা দুর্ভোগের কবলে পড়তে না হয়, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে ।
আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী জানান, এই বছর মেলার জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে ১০ দিনের অনুমতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, গত বছরের চেয়ে এ বছর মেলায় লোক সমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রায় ২০০ জন নিজস্ব স্বেচ্ছাসেবক মেলায় নিয়োজিত রয়েছে বলে তিনি জানান।

মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, মেলার দর্শনাথীদের জন্য আদিনাথ ঘাট ও মেলা প্রাঙ্গনে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক রয়েছে।

আরো সংবাদ