মহেশখালীতে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৭-১৩ ১৪:৪১:২৮

মহেশখালীতে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

মহেশখালীতে পাল্টাপাল্টি সমাবেশ : ১৪৪ ধারা জারি

নিজস্ব  প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার মাঠে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার (১৩ জুলাই) বড় মহেশখালীর এই মাঠে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ ইয়াছিন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের মাঠ অর্থাৎ নতুন বাজার মাঠে বৃহস্পতিবার মহেশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এবং একই দিন উক্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলের নাগরিক সংবর্ধনা রয়েছে।

একই স্থানে দুই সমাবেশস্থল হলে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হতে পারে সেই আশংকায় মহেশখালী উপজেলা প্রশাসন ওই মাঠে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করে।

এই বিষয়ে মাইকিং করে সর্বসাধারণকে অবগত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই মাঠে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।

১৪৪ ধারা জারির পর বড় মহেশখালী নতুন বাজার মাঠে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের টহল জোরদার করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

আরো সংবাদ