মহেশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৪-২১ ০৬:১৮:৫৭

মহেশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে মহেশখালী উপজেলা রিসোর্স সেন্টার এর আয়োজনে রিসোর্স সেন্টার মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মহেশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ইলিয়াস।
এসময় মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরীসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

২০২২ সালের ১ম ব্যাচের এ প্রশিক্ষণে মহেশখালীর বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে প্রাথমিক বিজ্ঞান পাঠদানের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

আরো সংবাদ