মাতৃভাষা দিবস পালন করলেন বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-২২ ১৯:৩৭:০৬

মাতৃভাষা দিবস পালন করলেন বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ

সংবাদ ডেস্ক: বিশেষ পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি,সৌদি আরব। ভারপ্রাপ্ত সভাপতি এস,এম,জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও স্টার সাইট এস্টাবলিষ্টম্যান্ট কোম্পানীর প্রজেক্ট ম্যানেজার আবুবকর কামাল।[the_ad id=”36442″]

বিশেষ অতিথি ছিলেন এ,কে,আজাদ,আব্দুল করিম;নুরুল কাসেম,আব্দুর রহিম ফারুক মাহমুদী,ওমর ফারুক,জাবেদুল আলম ,সিরাজুল হক,আশরাফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ফারুক রহমান। উদ্ভোধনী বক্তব্য রাখেন রফিকুল ইসলাম নাসির। বক্তব্য রাখেন, নেজামুল ইসলাম, আলমগীর ফরাজী,মোঃ মিনার,আব্দুল মোত্তালেব,মহিবুরুজ রহমান,বেলাল হোসেন,হারাধন শীল,আব্দুল কুদ্দুস, আবুল কাশেম,মোঃ এয়াকুব ও মোঃ তাওহীদ প্রমুখ নেতৃবৃন্দ। মৌলানা মোঃ ইউসুফের সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। সভার শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন হয়। বক্তাগন মায়ের ভাষার মান রক্ষার্থে ভাষা শহীদ সালাম,জব্বার, রফিক ও শফিউলসহ সকল ভাষা শহীদদের অবদান বিশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভাষা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিশেষ গুরুত্বের সাথে স্মরণ করেন। ভাষা আন্দোলনেই স্বাধীনতার বীজ বপিত হয় যা ১৯৭১ সালে মহিরুহ হয়ে ৩০ লক্ষ শহীদ ও দু’ লক্ষ মা বোনের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয় রক্তে কেনা মহান স্বাধীনতা।[the_ad id=”36489″]

উক্ত স্মরণ সভায় আছির প্রদেশের বিভিন্ন অঞ্চলের বাঙ্গালীদের যোগদানের মাধ্যমে মিলন মেলায় পরিনত হয়। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু ধ্বনিতে সভাস্হল মূখরিত ও কানায় কানায় পরিনত হয়। সভার সভাপতি উক্ত মহতী অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে যারা মেধা ,শ্রম, অর্থ ,শ্রম ও যথাসময়ে উপস্থিতির মাধ্যমে সভাকে সাফল্যমন্ডিত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকল মুজিব সৈনিকদের ভোজসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ