মানবতার ডাকে নীরবে ঘরে ঘরে খাদ্য প্যাকেজ বিতরণ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৪-০৬ ১৭:১২:২৯

মানবতার ডাকে নীরবে ঘরে ঘরে খাদ্য প্যাকেজ বিতরণ

স্বাধীনতা দিবসের পরদিন থেকে ত্রাণ ও খাদ্য বিতরণ করোনায় স্বাস্থ্য ঝুকির কৌশলগত কারণে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে বন্ধ রেখেছিলাম। অনুসন্ধান করছিলাম কিভাবে ত্রাণ দেবার নামে হাজারো মানুষকে করোনা মহামারী সংক্রমন থেকে রক্ষা করা যায় । আরেকটি চ্যালেন্জ ছিলো নগরীতে এমন কিছু মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত বাস করেন যারা ঘরে খাবার নিত্য পন্য কিছু না থাকলেও প্রদানকারী অফিস ও প্রতিষ্ঠান ব্যক্তির সামনে আসতে পারেন না ।নিজেদের প্রয়োজন অভাব কষ্ঠের কথা বলতে পারেন না । এমন অমানবিক পরিস্থিতিতে আমাকে সুন্দর পরামর্শ ও সহায়তার প্যাকেজ নিয়ে এগিয়ে আসেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন এলামনাইদের দেশ বিদেশে থাকা ১৯৯৬ ব্যাচের অনুজ ভাইবোন । উদ্যোক্তাদের অন্যতম মুক্তিযাদ্ধা সন্তান ও সহকর্মী ফুড অফিসার তারেক জিয়াউল জানালেন তারা নগরীতে অনলাইনে ও ফেসবুক মেসেন্জারে গত দশদিনে তালিকাভুক্ত করেছেন কয়েক হাজার সাময়িক কষ্ঠে পড়া নগরবাসী ঘরবন্ধী মানুষের । ৫ এপ্রিল বিকেলে উদ্যোক্তাদের প্রস্তুতি, খাদ্য ব্যাগ প্যাকেজিং ও ট্রাক লেডিং ও স্যানিটাইজিং সহ সকল নিরাপত্তামুলক কাজ শেষ হলে নগরীর নির্ধারিত তিনটা ভেন্যুতে উদ্যাক্তাদের আমন্ত্রণে ছুটে গেলাম ব্যাটালিয়ন সদর দপ্তর মুজিব কানন থেকে । এই অভুতপূর্ব সুশৃংখল , নিরাপদ , রিলিফ গ্রহীতাদের লাইন বিহীন পরিবেশে ত্রান দিতে পেরে সেল্যুট জানাই নগরের মধ্যবিত্ত , নিম্নমধ্যবিত্ত ও বস্তিবাসীদের যারা করোনা মহামারী মোকাবেলায় হোম কোয়ারেন্টাইন, ঘরে থাকা ও প্রয়োজনে লকডাউনসহ সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছেন । কৃতজ্ঞতা স্বীকার : সেল্যুট জানাই আবারো অনুজ মুক্তিযাদ্ধা সন্তান সহকর্মী ফুড অফিসার তারেক মোহাম্মদ জিয়াউল করিম  ও তার সাহসী ব্যাচ চট্টগ্রাম কলেজ ১৯৯৬ ব্যাচ এলামনাইদের । ঘরে থাকুন , নিরাপদে থাকুন , অন্যজনকে নিরাপদ রাখুন । (এটি রিলিফ ওয়ার্কের একটি ইনোভেশন ও চলমান উদ্যোগ। আপনাদের যেকোন পরামর্শ , সহায়তা , মতামত ও সমালোচনা ইমেইলে জানাতে পারবেন )  (zcctgsouth@gmail.com) রোটারিয়ান এএসএম আজিম উদ্দিন , পিএইচএফ , এসিস্ট্যান্ট গভর্ণর ২০২০-২১ @মুজিব কানন @ পটিয়া , চট্টগ্রাম এর টাইম লাইন থেকে নেয়া । 

আরো সংবাদ