মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন-সেলিম - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০১-০৭ ১৯:৫১:০০

মুক্তিযুদ্ধের মতো আরেকটি গণজাগরণ প্রয়োজন-সেলিম

নিউজ ডেস্ক :   বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, মানুষের ভোট ও ভাতের অধিকার এবং বাকস্বাধীনতা রক্ষায় একাত্তরের মুক্তিযুদ্ধের মতো গণজাগরণ ঘটাতে হবে। মানুষের রুটি-রুজি-গণতন্ত্রের জন্য আজ প্রয়োজন গণজাগরণ।

শুক্রবার (৭ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের সামনে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধনকালে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন।

তিনি বলেন, আজ দেশ যেমন দুই ভাগে ভাগ হয়েছে, তেমনি ঢাকা শহরও দুই ভাগে ভাগ হয়ে রয়েছে। একদিকে রয়েছে ৯৯ শতাংশ মানুষ- যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিভিন্ন কারখানার শ্রমিক, রিকশা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে ১ শতাংশ বিত্তবান- যারা লুটেরা।

তিনি আরও বলেন, একাত্তরে যে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিলেন, তারা ছিলেন কারখানার শ্রমিক, গ্রামের কৃষক, ক্ষেতমজুর, ছাত্র-যুবক, মেহনতি মানুষ এবং অস্ত্র হাতে যুদ্ধ করা মুক্তিযোদ্ধারা। অথচ অল্প কিছু মানুষ আজ ধনী হয়েছে, লুটপাট করছে। তারা দেশের মানুষকে বিভিন্ন কায়দায় নির্যাতন করছে। মুক্তিযুদ্ধের পর ‘কেউ খাবে তো, কেউ খাবে না’- এ স্লোগানকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। ১৯৭১ সালে গণমানুষের অধিকার আদায় ও মুক্তির জন্য মুক্তিযুদ্ধ ন্যায়সংগত হয়ে থাকলে আজ ৯৯ শতাংশ মানুষের মুক্তির সংগ্রাম করাও যুক্তিসংগত।

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন করেন মুজাহিদুল ইসলাম সেলিম। এ সময় সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শামসুজ্জামান হীরা দলীয় পতাকা উত্তোলন করেন।

সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার প্রমুখ। উদ্বোধনী সমাবেশ শেষে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়।

আরো সংবাদ