মৌলভী কামাল আহমদের নামাজে জানাজায় মানুষের ঢল - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০৭-৩০ ১৫:৫৯:৫৫

মৌলভী কামাল আহমদের নামাজে জানাজায় মানুষের ঢল

বার্তা পরিবেশক :  মাটির ঘরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন কক্সবাজারের উখিয়ার শীর্ষ আলেম রাজাপালং (ফাজিল) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলভী ক্বারী কামাল আহমদ। শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ৩ ছেলে আর ৩ মেয়ে ১ স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেলে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার ইমামতি করেন, তাঁর ছোট ছেলে হাফেজ আবু নাঈম। জানাজা শেষে মৌলভী পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে মৌলভী ক্বারী কামাল আহমদের জানাজায় অংশ নিতে পটিয়া, চট্টগ্রাম, কক্সবাজার সদর, টেকনাফ, রামু, ঈদগাঁও, গর্জনিয়া, পোকখালী ডুলাহাজরা, চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে উখিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢল নামে। তাকে এক নজর দেখতে ও বিদায় জানাতে হাজারো ভক্ত, অনুসারী, মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে দোয়া ও শ্রদ্ধা আর ভালবাসায় শেষবিদায় জানান ক্বারী কামাল আহমদকে। তিনি উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উখিয়া ইমাম সমিতির সভাপতি ছিলেন।

আরো সংবাদ