রাজশাহীতে ২৬ মার্চ থেকে সকল সংবাদপত্র বিতরণ বন্ধ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৩-২৫ ১৯:৩১:৫৯

রাজশাহীতে ২৬ মার্চ থেকে সকল সংবাদপত্র বিতরণ বন্ধ

নিউজ ডেস্ক:  আজ ২৬ মার্চ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজশাহীতে জাতীয় ও স্থানীয় সংবাদপত্র বিলি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর সংবাদপত্র হকার শ্রমিক ইউনিয়ন, এজেন্ট ও পত্রিকা হকাররা জাতীয় ও স্থানীয়ভাবে প্রকাশিত সকল দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও সাময়িকপত্র সরবরাহ, গ্রহণ ও বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, রাজশাহীর পাঠকরা ২৬ মার্চ থেকে কোন ছাপা পত্রিকা হাতে পাবেন না। সংবাদ বিজ্ঞপ্তিতে এজেন্ট ও হকার্সের নেতৃবৃন্দ জানান, বাড়িতে বাড়িতে পত্রিকা দিতে গিয়ে কোন কোন বাড়ি মালিকের বিরূপ আচরণের শিকার হচ্ছেন পত্রিকা বিলিকারীরা। হকারদের বাড়ি বাড়ি যেতে হয় পত্রিকা দিতে। তারাও করোনার ঝুঁকিতেই থাকছেন। ব্যক্তি নিরাপত্তার জন্য তারা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছন তারা।

আরো সংবাদ