রাজাপালংয়ে কার্পেটিং কাজের গুণগতমান নিয়ে অসন্তোষ স্থানীয়রা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৪-১৮ ১৩:৪৫:৪৩

রাজাপালংয়ে কার্পেটিং কাজের গুণগতমান নিয়ে অসন্তোষ স্থানীয়রা

রাজাপালংয়ে কার্পেটিং কাজের গুণগতমান নিয়ে অসন্তোষ স্থানীয়রা

গফুর মিয়া চৌধুরী উখিয়া : কক্সবাজারের উখিয়ায় এলজিইডি’র অর্থায়নে বাস্তবায়নাধীর্ণ সড়কটির চলমান কার্পেটিং কাজের গুণগতমান নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার অধিক ব্যয়ে সড়কটির নিমার্ণ কাজ শেষ হতে চলেছে।
উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডাকবাংলো দরগাহবিল হাতিমোরা সড়কসহ পুর্ব দরগাহবিল দক্ষিণপাড়া হয়ে সড়কটি কুতুপালং গিয়ে শেষ হয়। প্রায় ৩২শ মিটার দৈর্ঘ্যফুট কার্পেটিং করার জন্য রাস্তাটির টেন্ডার হয়। চট্টগ্রামের লিফা এন্টারপ্রাইজ সড়কটির ঠিকাদারী প্রতিষ্টান। উখিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী আমিনুল হক এ প্রকল্পের কাজটি দেখভাল করে আসছেন।
অভিযোগ উঠেছে, সড়কটির উন্নয়ন কাজ নিয়ে এলাকাবাসী আশায় বুক বাঁধলেও কার্পেটিংয়ের কাজ নিম্নমানের হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। স্থানীয় ইউপি সদস্য ইকবাল বাহার প্রতিবেদককে জানান, ঠিকাদার ৩ বছর ধরে সড়কের কাজটি ফেলে রেখেছে। আবার রাস্তায় ধুনা দেয়ার সময় ও অনিয়মের আশ্রয় নিচ্ছে। এভাবে একটা সড়কের কাজ চলতে পারে না। সড়কের ব্যাপক অনিয়ম, দুর্নীতির বিষয়টি সরেজমিন দেখার জন্য তিনি উপজেলা প্রকৌশলীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ