রোহিঙ্গা কিশোরের কিল-ঘুষিতে রোহিঙ্গা মৌলভীর মৃত্যু! - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০৪-২৪ ১৬:৪৯:৩৮

রোহিঙ্গা কিশোরের কিল-ঘুষিতে রোহিঙ্গা মৌলভীর মৃত্যু!

টেকনাফ প্রতিনিধি :  কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা কিশোরের কিল-ঘুষিতে নুরুল হক (৫৫) নামে এক রোহিঙ্গা মৌলভী মৃত্যু হয়েছে। তিনি অলি হোসেনের ছেলে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৭ নং জাদিমুরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এ/৩ ব্লকের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।
টেকনাফ জাদিমুরা ক্যাম্পের বরাত দিয়ে কক্সবাজার ১৬ এপিবিএন সদর দপ্তর এক প্রেস নোটে জানায়, শনিবার আনুমানিক দুপুর দেড়টায় ক্যাম্প-২৭ (জাদিমুরা) ব্লক এ/৩ এর অলি হোসেনের ছেলে মৌলভী নুরুল হক মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিবেশী রোহিঙ্গা কিশোর মো. জাবের (১৩) (পিতা আইয়ুব, এফসিএন নং ২৭৬৯০৫) বাড়ির পাশে আমগাছের নিচে বসে মোবাইল ফোনে গান শুনছিল। তাকে গান শুনতে দেখে জাবেরকে ধমক দেন নুরুল হক। তখন জাবের তাকে এক টাকার মৌলভী বলে তাচ্ছিল্য করে। মুখের উপর এমন অপমানজনক কথা বলায় নুরুল হক ক্ষিপ্ত হয় জাবেরকে জাপটে ধরেন।
এক পর্যায়ে জাবের কয়েকটি ঘুষি মারলে নুরুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ক্যাম্পের টিডিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে নুরুল হক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মো. হাফিজুর রহমান।
তিনি জানান, এ বিষয়ে ক্যাম্পের ইনচার্জকে (সিআইসি) অবহিত করা হয়েছে এবং জাদিমুরা ক্যাম্পে সাধারণ ডায়েরি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, স্ট্রোক করার কারণে নুরুল হকের মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নুরুল হকের লাশ তার বসতবাড়িতে আছে। উক্ত ঘটনায় নুরুল হকের আত্মীয়স্বজনের কোনো অভিযোগ নেই জানা গেছে।

আরো সংবাদ