রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র ও বুলেটসহ আটক-৫ - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২১-০৭-০৭ ১৪:০৬:৪২

রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র ও বুলেটসহ আটক-৫

রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র ও বুলেটসহ আটক-৫

কক্সবাজার : টেকনাফের ২১নং রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র ও তাঁজা বুলেটসহ ৫ রোহিঙ্গা সন্তাসীকে আটক করেছে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার (৭জুলাই) বিকালে টেকনাফের ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা বাহিনী এবং ১৬এপিবিএন সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সূত্র জানায়, কতিপয় দুষ্কৃতকারীদের অবস্থানের সংবাদ পেয়ে বøক-বি-৬ এর ৬৩৯ নম্বর ঘরের বাসিন্দা মোহাম্মদ উল্লাহর পুত্র রশিদ উল্লাহর বাড়িতে যৌথ অভিযানকালে রশিদ উল্লাহ পালিয়ে যাওয়ার সময় কোমর থেকে পড়ে যাওয়া ১টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড বুলেট জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তল্লাশী চালিয়ে ঘরের ভেতরে থাকা বøক-বি-৬ এর বাসিন্দা মো. সেলিমের পুত্র মো. জুবায়ের (১৯), বøক-বি-১ এর ২৩১নং ঘরের বাসিন্দা আবু বক্কর ছিদ্দিকের পুত্র মো. নুর আলম (২০), বøক-এ-৬ এর ৩৫ নং ঘরের বাসিন্দা জামাল উদ্দিনের পুত্র মো. ইয়াকুব (২৭), বøক-বি-১এর ১৪নং ঘরের বাসিন্দা ইসলামের পুত্র আমির হোসেন (৩০) এবং বøক-এ-৭ এর ১৬৩ নং ঘরের বাসিন্দা আবু তাহেরের পুত্র মো. রিদুয়ান (১৮) কে আটক করে। পরে তাদের দেখানো মতে ঘর হতে আরও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ নিয়ে কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, যৌথ অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড বুলেটসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

আরো সংবাদ