রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে যৌথ অভিযান, অস্ত্র উদ্ধার - কক্সবাজার কন্ঠ

সোমবার, ৬ মে ২০২৪ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৪-২৪ ১৩:০৭:৩৮

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে যৌথ অভিযান, অস্ত্র উদ্ধার

বিশেষ প্রতিবেদক :  কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় পুলিশ ও আমর্ড ব্যাটালিয়ান পুলিশ (এপিবিএন) এর যৌথ সাড়াঁশি অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র, ৬টি গুলি ও পাঁচটি ছোরা উদ্ধার হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, শনিবার (২৪ এপ্রিল) ভোর রাত থেকে দুপুর ২ টা পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় স্থানীয় ডাকাতদল, মাদক কারবারি ও অপহরণকারিদের আস্তানায় অন্তত ৮ ঘন্টার বেশী সময় পুলিশ ও এপিবিএন এর ৩ শতাধিক সদস্য এ যৌথ অভিযান চালিয়েছে।

হাসানুজ্জামান বলেন, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিয় সক্রিয় অপরাধীদের তৎপরতা সম্প্রতি উদ্বেগজনক হারে বেড়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকাগুলোতে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত বুধবার রাতে রোহিঙ্গা ডাকাতদলের গুলিতে নিহত হয়েছে স্থানীয় এক অটোরিক্সা চালক।

শরণার্থী ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকায় অপরাধ সংঘটন করে সক্রিয় ডাকাতদল, মাদক কারবারি ও অপহরণকারি চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প লাগোয় গহীন পাহাড়ী এলাকার আস্তানায় অবস্থান নিয়ে থাকে। এসব অপরাধী চক্র দুর্গম এ পাহাড়ী এলাকাকে দীর্ঘদিন ধরে অভয়ারণ্য হিসেবে ব্যবহার নানা অপরাধ সংঘটন করে আসছে।

পুলিশ সুপার বলেন, শনিবার ভোর রাত থেকে সক্রিয় এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুুিলশ ও ১৬-এপিবিএন এর ৩ শতাধিক সদস্য এক যৌথ অভিযান চালায়। এতে সন্ত্রাসী অবস্থান নিশ্চিত হতে এপিবিএন কমান্ডো ইউনিট ও ড্রোন ব্যবহার করা হয়। অভিযানে কোন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও পাহাড়ের জঙ্গলে লুকিয়ে রাখা অবস্থায় ২ টি দেশিয় তৈরী বন্দুক, ৬ টি গুলি ও ৫ টি ছোরা উদ্ধার হয়েছে। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাসানুজ্জামান।

আরো সংবাদ