রোহিঙ্গা শিবিরে গোলাগুলি : পুলিশ সদস্য গুলিবিদ্ধ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৮-০২ ১৩:২৯:১৩

রোহিঙ্গা শিবিরে গোলাগুলি : পুলিশ সদস্য গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ এর সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই বøকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোহাম্মদ কাওসার, ১৬ এপিবিএন এর কনস্টেবল।

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ হাসান বারী নূর জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই বøকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএনের একটি টিম মঙ্গলবার দুপুরে অভিযান চালায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এক সময় সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। তাকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এপিবিএন অধিনায়ক আরও জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রæপের সদস্য। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এদিকে, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২ আগষ্ট) মধ্যরাতে উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-বøকে এ ঘটনা ঘটেছে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম।

নিহত নুরুল আমিন (২৫) উখিয়া উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের আই-বøকের বাসিন্দা। তিনি বেসরকারি সংস্থা কারিতাসের স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিল। ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে কোন রোহিঙ্গা দুষ্কৃতিকারি দলের সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানান শরীফুল।

আরো সংবাদ