রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন মিশেল ব্যাচেলেট - কক্সবাজার কন্ঠ

রোববার, ৫ মে ২০২৪ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৮-১৬ ০৯:৩৮:০৮

রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন মিশেল ব্যাচেলেট

নিজস্ব প্রতিবেদক  : পর্যটন নগরী কক্সবাজারে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ক্যাম্প-৪ এক্সটেনশন এ ই-ভাউচার আউটলেট, রোহিঙ্গা মহিলা গ্রুপের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ব্যাচেলেট বৃক্ষরোপণের বিভিন্ন প্রকল্পের স্থান স্বশরীরে পরিদর্শন করেন। ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাব এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

মিশেল ব্যাচেলেট সেখান থেকে ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার পরিদর্শনে যান। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
দুপুরে মিশেল ব্যাচেলেট কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়ার ক্যাম্প ত্যাগ করেন। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে মতবিনিময়ে যোগ দেন তিনি। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন আরআরআরসি’র কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।
শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে তিনি আজ বিকেলে কক্সবাজার ত্যাগ করবেন।

প্রসঙ্গত, চারদিনের সফরে রবিবার ঢাকায় এসে পৌঁছান ব্যাচেলেট, সেদিন রাতে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেনসহ মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। সোমবার জাতীয় শোক দিবসে ঢাকার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাচেলেট। আজ মঙ্গলবার কক্সবাজার সফর শেষে পরদিন বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর দেখা করার কথা রয়েছে।

আরো সংবাদ