রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় যুবক নিহত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১১-০৫ ১০:২২:২০

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় যুবক নিহত

ফাইল ছবি ৥ টেকনাফ প্রতিনিধি  : কক্সবাজারের টেকনাকে রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস জকির ডাকাতের গুলিতে আবদুর শুক্কুর (৩০) নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে। ৫ নভেম্বর দুপুরে টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্প থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চত করে টেকনাফের নয়াপাড়া এপিবিএন এর পুলিশ চৌকির ইন্সপেক্টর রাকিবুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের দিকে যাওয়ার সময় ক্যাম্পের প্রধান সড়কের রোহিঙ্গা জকির ডাকাতের নেতৃত্বে একদল ডাকাত শুক্কুরকে ধাওয়া করে। এসময় পালানোর চেষ্টাকালে তাকে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
রোহিঙ্গারা জানান, জকির ডাকাতের নেতৃত্বে একদল ডাকাত ক্যাম্পের পুরো মানুষদের জিম্মি করে রেখেছে। ভয়ে ক্যাম্পের লোকজন মুখ খুলছে না। পাহাড়ি এলাকায় রোহিঙ্গা শরণার্থী শিবির হওয়ায় চিহ্নিত কিছু রোহিঙ্গা ডাকাত ইয়াবা ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করে আসছে। সন্ত্রাসীরা বিভিন্ন সময় লোকজনকে নিয়ে ইয়াবা চোরাচালান, ছিনতাই, অবৈধ অস্ত্রের মজুত, মুক্তিপণ ইত্যাদি অপরাধমূলক কর্মকা- চালাচ্ছে।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, রোহিঙ্গা ডাকাতের গুলিতে এক স্থানীয় ব্যক্তি নিহত হয়েছে। তবে কী কারনে এ ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।

আরো সংবাদ