লাখো পর্যটক কক্সবাজারে তবু হতাশ ব্যবসায়ীরা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৫-০৬ ১৫:১৩:৫২

লাখো পর্যটক কক্সবাজারে তবু হতাশ ব্যবসায়ীরা

নিজস্ব  প্রতিবেদক :  ভাঙেনি কক্সবাজারে লাখো পর্যটকের মিলনমেলা। শুক্রবার (৬ মে) বিকাল পর্যন্ত কক্সবাজারে দু’লাখের বেশি পর্যটক অবস্থান করছেন বলে দাবী করেছেন পর্যটন সংশ্লিষ্টরা। তবে কক্সবাজারে এতো সংখ্যক পর্যটক থাকলেও হতাশার সুর ব্যবসায়ীদের। তারা বলছেন কক্সবাজারে লাখো পর্যটকের আগমন ঘটলেও তেমন ব্যবসা বাণিজ্য হচ্ছে না।

হোটেল ব্যবসায়ী আল আমিন বলছেন, পর্যটকদের সবাই তাদের অতিথি নন। কেউ আশপাশের, কেউ দিনে এসে দিনে চলে যান। তবে দূর থেকে যারা কক্সবাজার এসে হোটেলে থাকছে এই সংখ্যাটা নিয়ে তারা খুশি।

হোটেল ব্যবসায়ীদের সাথে তাল মেলালেন পর্যটন ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারাও বলছেন, পর্যটক প্রচুর, কিন্তু বেচা-বিক্রি কম।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, হোটেলে থাকুক বা না থাকুক অথবা ব্যবসায় হতাশা থাকলেও লাখো পর্যটককে সামাল দিতে হচ্ছে পুলিশকে। এতে নিরাপত্তা জোরদার রেখেছে ট্যুরিস্ট পুলিশ।

সৈকতে কর্মরত লাইফগার্ড কর্মীরা বলছেন, পর্যটকরা তাদের কথা শুনতে চাচ্ছেন না। চলে যাচ্ছেন সাগরের বিপদ সীমায়।

আরো সংবাদ