লালমোহনে ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারী - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৮ মে ২০২৪ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২০-০৫-২২ ০৯:৫০:২২

লালমোহনে ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারী

শাহীন কুতুব, লালমোহন ভোলা প্রতিনিধি :  ভোলার লালমোহনে কৃষকদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ধান ক্রয় করার লক্ষ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ মে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ লটারী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকরাই অমূল্য সম্পদ। তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে চাষাবাদের মাধ্যমে দেশকে আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণে পরিণত করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের বাঁচাতে কৃষিপণ্য ও যন্ত্রপাতিতে ভতূর্কি এবং সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়সহ নানামূখী উদ্যোগ গ্রহণ করেছেন।
উপজেলার ৩ হাজার ৫৪২ জন কৃষকের মধ্যে অনুষ্ঠিত লটারীতে ৪৫২ জন কৃষক নির্বাচিত হন। এবার প্রতিজন কৃষকের কাছ থেকে ২ মে:টন করে মোট ৯০৫ মে: টন ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম শাহাবুদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুল মালেক তালুকদার প্রমূখ।

আরো সংবাদ