লোহাগাড়ায় ট্রাকচাপায় নিহত ১৩ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৩-২১ ১৭:২৫:৩১

লোহাগাড়ায় ট্রাকচাপায় নিহত ১৩

চকরিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় লবণবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে যাত্রীবাহী লেগুনা পরিবহনের একটি গাড়ির। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ১৩ জন যাত্রী। আহত হয়েছেন আরো কয়েকজন। হতাহতরা সবাই লেগুনা গাড়ির যাত্রী। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য তথা চুনতি বনরেঞ্জ কার্যালয়ের নিকটস্থ ঝুঁকিপূর্ণ বাঁকে মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের লোহাগাড়া থেকে যাত্রীবোঝাই করে চকরিয়া যাচ্ছিল
লেগুনা পরিবহনের গাড়িটি। ওই গাড়িতে যাত্রী ছিলো অন্তত ১৮ জন। যাত্রীবোঝাই লেগুনা গাড়িটি মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ঢালার কাছে পৌঁছতেই ঝুঁকিপূর্ণ বাঁকের মধ্য পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১২ যাত্রী। আহত হন অন্যরা।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান,চুনতি ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১৩ জন মারা গেছে। আহতদের চুনতি ও লোহাগাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুতই চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হবে।

আরো সংবাদ