শতকোটি টাকার উন্নয়ন কাজে নেই কোনো তদারকি - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২২-০২-০৭ ১৩:৫৬:৩১

শতকোটি টাকার উন্নয়ন কাজে নেই কোনো তদারকি

শতকোটি টাকার উন্নয়ন কাজে নেই কোনো তদারকি

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় চলমান শতকোটি টাকার উন্নয়ন কাজ চলছে ঠিকাদারের মিস্ত্রি নির্ভর। এসব উন্নয়ন প্রকল্প কাজ চলাকালে তদারকি সংস্থা এলজিইডি, প্রকল্প সংশ্লিষ্ট ও ঠিকাদারের নিয়োজিত সাইড প্রকৌশলীগণ দায়িত্ব পালনের কথা থাকলেও অনেকক্ষেত্রে তা পরিলক্ষিত হচ্ছে না। উপজেলা প্রকৌশলী বলেছেন, সার্বক্ষনিক দায়িত্ব পালনের মত লোক নেই।

জরুরী সহায়তা মাল্টি-সেক্টর রোহিঙ্গা রেসপন্স প্রকল্প (ইএমসিআরপি) প্রকল্পের আওতায় উখিয়ায় ১৬৫ কি.মি. গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন কাজ চলমান আছে। ইএমসিআরপি প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে উখিয়ার রাজাপালং ইউপি – বটতলী পর্যন্ত ১৮ শ মিটার সড়ক উন্নয়নের কাজ চলছে ৪ মাস ধরে। সামান্য অংশ কার্পেটিং করে অধিকাংশ কাজ ফেলে রাখায় স্থানীয় লোকজনদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ সড়কের হাজীরপাড়া খালের একপাশে আরসিসি গাইডওয়াল নির্মাণ কাজে কোন তদারকি ছাড়া অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে চালানো হচ্ছে বলে স্থানীয় বাবুল বড়ুয়া, ভুট্টো, জাফর আলম জানান। তারা বলেন, দেশের উন্নয়নে সরকার সাধ্যমত চেষ্টা করলেও কাজের গুণগত মান খুবই নিম্নমানের।

তারা বলেন, মিস্ত্রিরাই ইঞ্জিনিয়ার হিসেবে তাদের ইচ্ছেমত কাজ করছে। সিলেট বালি, পাথর, বুজুরি প্রভৃতি মালামাল নিম্নমানের। নির্মাণ কাজ এখনো শেষ হয়নি কিন্তু গাইড ওয়াল একপাশে ঝুকে পড়েছে। ২০ ফুট গভীরতায় পাইলিং করার কথা থাকলেও করেছে ৮-১০ ফুট।

সরেজমিনে রোহিঙ্গা ও শিশু শ্রমিক দিয়ে রড বান্ডিং, আরসিসি ঢালাই কাজ চালানো হচ্ছে। এতে কোথায় কিভাবে কি করতে হবে তা তারা না জানায় যেনতেনভাবে দায়সারা কাজ করা হচ্ছে। স্থানীয়দের মতে, অনেক প্রতিবাদ করেছি কেউ শুনে না। উন্নয়ন হচ্ছে লোক দেখানো, এতে কাজের স্থায়িত্ব নিয়ে এলাকার লোকজন সংশয় প্রকাশ করেন।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী কাজের গুনগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রতিটি উন্নয়ন প্রকল্প কাজের ব্যয় বরাদ্দ, কাজের ধরন, কাজ শুরু ও সমাপ্তির বিস্তারিত বিলবোর্ড দৃশ্যমান স্থানে জনসমক্ষে টাঙানোর সরকারি নির্দেশনা থাকলেও উখিয়ার কোথাও এগুলো দেখা যায় না।

এলজিইডির উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বিশ্ব ব্যাংক এডিবির অর্থায়নে উখিয়ায় ব্যাপক উন্নয়নযজ্ঞ চলছে। এসব উন্নয়ন কাজে এদিক ওদিক হতেই পারে। সব সময় এতগুলো সাইডে সার্বক্ষণিক তদারকি করার মত লোকবল নেই। বিশেষ প্রয়োজনে প্রকৌশল অফিসের লোকজন কাজ তদারকি করেন। নির্মাণ সামগ্রী ও চলমান কাজের গুণগত মান ভালো বলেও তিনি দাবী করেন।

আরো সংবাদ