শিনজো আবের হত্যাকারী সম্পর্কে যা জানা গেছে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০৭-০৮ ১৪:৩৮:৫৫

শিনজো আবের হত্যাকারী সম্পর্কে যা জানা গেছে

নিউজ ডেস্ক  :  জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারী ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। তার সম্পর্কে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম এনএইচকে।

শিনজো আবেকে হত্যাকারী ওই ব্যক্তির নাম তেৎসুয়া ইয়ামাগামি। ৪১ বছর বয়সী ইয়ামাগামি নারা শহরের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ইয়ামাগামি জাপানের নৌ বাহিনী ‘মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের’ একজন সাবেক সদস্য। তবে এ তথ্য এখনও নিশ্চিত করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইয়ামাগামি ‘আবেকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং এ কারণেই আবেকে হত্যা করতে চেয়েছিলেন’ বলে পুলিশকে জানিয়েছেন।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইয়ামাগামির বাড়িতে তল্লাশি চালিয়ে ‘বিস্ফোরক বস্তু’ পাওয়া গেছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় একটি বন্দুক বহনকারী এক ব্যক্তিকে তারা আবেকে লক্ষ্য করে পেছন দিক থেকে দুইবার গুলি করতে দেখেন।

ইয়ামাগামিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় তোলা ছবি থেকে ধারণা করা হচ্ছে, তার হাতে থাকা বন্দুকটি তিনি নিজেই বানিয়েছিলেন।

নির্বাচনী প্রচারণা চালাতে নারা শহরে গিয়েছিলেন শিনজো আবে। ইয়ামাগামি কীভাবে এ ব্যাপারে জানতেন তা এখনও স্পষ্ট নয়, কেননা আবের এ ভ্রমণের ব্যাপারে আগেরদিন রাতেই নিশ্চিত করা হয়েছিলো।

আরো সংবাদ