‘শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আন্দোলন করলে হবে না’ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১১-৩০ ০৯:১৩:০২

‘শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আন্দোলন করলে হবে না’

বিএনপি নেতারা বলেছেন, তাদের জোট কোনো সহিংসতা বা সন্ত্রাসে বিশ্বাস করে না। জনগণকে এক করে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চলবে বলে জানান তারা। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বিএনপির শীর্ষ নেতারা আরো বলেছেন, আন্দোলন কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে করলে হবে না, এজন্য মানুষকে সংগঠিত করতে হবে। নেতারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে আন্দোলনে লক্ষ্যে সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।[the_ad id=”36489″]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমাজের সকল ক্ষেত্রে আজকে পচন লেগেছে। এই পচন থেকে দেশকে রক্ষা করতে হলে, এই স্বৈরাচার সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। গণতন্ত্রের মা আজ কারাগারে রয়েছে তাকে মুক্ত করতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাউকেই সহ্য করতে পারছে না। অন্য কেউ ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করলে সেটাকেও ধ্বংস করে দিচ্ছে। এখন সময় হয়েছে ঐক্যের। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারের বিরুদ্ধে নেমে পড়া।

আরো সংবাদ