শেখ হাসিনা ভারত সফরে কিছু পাননি সম্পূর্ণ মিথ্যা: কাদের - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-০৫ ২০:১৮:৫৯

শেখ হাসিনা ভারত সফরে কিছু পাননি সম্পূর্ণ মিথ্যা: কাদের

ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুই পাননি, এ কথা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ভারত সফরে ব্যর্থ, তিনি কিছুই নিয়ে আসতে পারেননি, এ ধরনের সর্বৈব মিথ্যা কথা বার বার উচ্চারণ করে বিএনপি। এবারও করছে। আমরা কেউ বলিনি, এমনকি প্রধানমন্ত্রীও বলেননি এ সফরে তিস্তা পানি বণ্টন চুক্তি হবে। এমন কোনো আভাস বাংলাদেশ থেকে আমরা দেইনি।’

শনিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর খামারবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে শারদীয় সংকলন ত্রিনয়নীর উদ্বোধনী অনুষ্ঠানে ‘ভারত সফরে শেখ হাসিনা কিছুই পাননি’ বিএনপির এমন দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।[the_ad id=”36489″]

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সাতটি স্টেটে বাংলাদেশের এলপিজি গ্যাস যাবে। এতে করে বাংলাদেশের প্রচুর ইনকাম জেনারেট হবে। দেশের আয়ের একটা বড় অংশ এখানে আমরা পেলাম। অন্যদিকে, চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দর ভারত ব্যবহার করবে। এখান থেকেও আমরা ইনকাম জেনারেট করব। অর্থাৎ কিছুই পাননি এটা সর্বৈব মিথ্যা কথা। এই দুটি জিনিসই যদি ধরা হয়। ভারত সফরে প্রধানমন্ত্রী দেশের জন্য নিয়ে আসছে।’

তিস্তার পানি বণ্টনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তিস্তার পানি পাওয়াটাই বা চুক্তি হওয়াটাই বড় কথা নয়। গঙ্গা চুক্তি করেছেন শেখ হাসিনা, তিস্তা চুক্তিও করবেন। তিস্তার ব্যাপারে আলোচনার অগ্রগতি হচ্ছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ফেনী নদীর পানি দেওয়া হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যের জন্য। এটা এমন কিছু নয়। এটাকে কেন্দ্র করে বিএনপি শুধুই মিথ্যা অপবাদ দিচ্ছে। এই ব্যাপারে কেউ বিভ্রান্ত হবেন না। সবচেয়ে বড় কথা হলো ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা সীমান্ত চুক্তি করেছি, ছিট মহল বিনিময় চুক্তি করেছি, যা বিএনপি সরকারসহ বিগত কোনো সরকার আদায় করতে পারেনি।’[the_ad_placement id=”content”]

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল (রোববার) দেশে ফিরবেন। তারপর এসব বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন), সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার মজুমদার, সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র সহ হিন্দু ধর্মালম্বী ভক্তরা।

আরো সংবাদ