সদর হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করছে এমএসএফ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৯-২১ ০৮:৩৭:৫৮

সদর হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নে সহায়তা করছে এমএসএফ

বার্তা পরিবেশক :  মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স কক্সবাজার জেলা সদর হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা (আইপিসি) বাস্তবায়নে সহায়তা করছে। আইপিসি ব্যবস্থাপনা বাস্তবায়নের সাথে সংক্রমণ প্রতিরোধ এবং সময়মত রোগীর ছাড়পত্র প্রদানের সম্পর্ক আছে। কোভিড -১৯ এবং অন্যান্য সংক্রামক রোগের বিস্তার রোধে এই ব্যবস্থাপনা অন্যতম নিয়ামক হিসেবে ভূমিকা রাখে।

ডা আরিফ হোসাইন, সহকারী অধ্যাপক, কক্সবাজার মেডিকেল কলেজ এবং আইপিসি ফোকাল (২৫০ শয্যাবিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল) বলেন, “এখানে আমাদের যখন কোন সংক্রামক রোগে কোন রোগী ভর্তি হবে, তখন তার কাছ থেকে ডাক্তাররা এবং আমাদের হেলথ ওয়ার্কাররাও সংক্রমিত হতে পারে। আবার ডাক্তারদের থেকে রোগীরা সংক্রমিত হতে পারে। আবার পেশেন্ট থেকে পাশের পেশেন্টও সংক্রমিত হতে পারে, বা তাদের আত্মীয় স্বজনও ইনফেক্টেড হতে পারে। এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে যাই, তাহলে আমাদের হেলথ ওয়ার্কাররা যখন রোগীদের চিকিৎসাসেবা দেয় তখন পসিবল যত পদ্ধতিতে ছড়াতে পারে তার সবগুলোই আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। ব্যাপার হলো একটা হাসপাতালে আইপিসি প্রোগ্রাম একটা থাকতে হবে, এবং থাকা উচিত। যদি একটা সফল আইপিসি প্রোগ্রাম থাকে, সেক্ষেত্রে শুধু কোভিড না অন্যান্য সংক্রামক ব্যাধিও খুব সহজে আটকানো সম্ভব।“ বলেন ডা আশিষ কুমার দাস, ডেপুটি মেডিকেল কোওর্ডিনেটর, এমএসএফ

একটা হাসপাতালে একটা লন্ড্রির ব্যবস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এখানে অনেক ধরণের রোগী আসে যাদের মাধ্যমে রোগ ছড়াতে পারে। যেগুলি রোগী থেকে স্টাফদের মধ্যে, স্টাফ থেকে রোগীদের মধ্যে সহজে ছড়াতে পারে। সেটা হচ্ছে গিয়ে বিছানা , যেমন এখানে কাপড়চোপড় যেগুলো নিয়ে আসে সেগুলো যদি ঠিকমতো ওয়াশ না করা হয়, সেখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে।“, জানান লতিফা নার্গিস, আইপিসি কন্ট্রোল সুপারভাইজার, এমসএফ

আব্দুর রহিম নামের একজন রোগী হাসপাতালের বর্তমান পরিবেশ নিয়ে বলেন, “আমার তো ভালো লাগছে, কারণ আমি আগেও এখানে ভর্তি ছিলাম দু একবার। কারণ পজিটিভ ছিলাম দু একবার পজিটিভ হয়েছিল। আগের চেয়ে এখানে এখন বর্তমান পরিস্থিতি অনেক ভালো।

মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেবা সব দিক দিয়ে আগের চেয়ে ভালো।“

 

“আমি এর আগেও অনেকবার আসছি। কিন্তু দিন দিন মানে, এর আগে একবার আসছি তখন ছিল একরকম, এখন আরো উন্নত হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে। রোগীর সাথে ব্যবহার, ওদের চলাচল অনেক পরিবর্তন হয়েছে।“ জানান শামিমা আক্তার। তিনি একজন রোগীর কেয়ারটেকার হিসেবে এসেছেন এই হাসপাতালে।

 

এই হাসপাতালে একটা বড় আবর্জনা ফেলার জায়গা আছে, ইনসিনেরেটর আছে, সেখানে প্রায় গড়পড়তা প্রতিদিন, প্রায় ৫০-৬০ কেজির মত বর্জ্য বা তারও বেশি বর্জ্য, মাঝে মাঝে ১০০- ১২০ কেজি পর্যন্ত সংক্রামক বর্জ্য পোড়ানো হয় বলে জানান ডা আশিষ।

 

 

ডা সুমন বড়ুয়া, হাসপাতালের ডিরেক্টর, জানান, “এটা কক্সবাজার জেলার ৮টি উপজেলা এবং কিছু পাবর্ত্য জেলার কিছু উপজেলারও সেকেন্ডারি হসপিটাল।  এখানে সবসময় ৬০০’রও অধিক রোগী সবসময় ভর্তি থাকে। আইপিসি প্রোগ্রামটা সুন্দর করে চালু রাখতে হলে অবশ্যই আমাদের সরকার এবং সাথে  সাথে আমাদের যে বিভিন্ন অংশীদাররা আছে তাদেরকে সবসময় আমাদের পাশে থাকতে হবে। “

আরো সংবাদ