সব সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৫-১৭ ০৪:৩০:০৮

সব সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

নিউজ ডেস্ক :  উপকূলের দিকে আরও এগিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। একারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে এসব সমুদ্র বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছিল। ঘূর্ণিঝড় আম্পান দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টির অবস্থান পায়রা থেকে ১২শ ৫৫ এবং চট্টগ্রাম বন্দর থেকে ১৩শ ৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি । এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ কারণে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি –  ৯ এ আজ ১৭ মে চট্রগ্রাম/কক্সবাজার/মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে ৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরো সংবাদ