সমুদ্র পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে চায় মন্ত্রণালয় - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-০৫-৩০ ১৪:৪০:০৮

সমুদ্র পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে চায় মন্ত্রণালয়

নিউজ ডেস্ক :  ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। অর্থনীতিতে ভূমিকা রাখতে সমুদ্র সম্পদ কাজে লাগাতে হচ্ছে রূপরেখা। সম্পদ আহরণের পাশাপাশি সমুদ্রে পর্যটনে এগিয়ে যেতে উদ্যোগ নিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রূপ রেখা তৈরি করতে বিভিন্ন অংশীজনদের নিয়ে হচ্ছে আলোচনা। রবিবার শেরেবাংলা নগরে সুনীল অর্থনীতিতে পর্যটনের ভূমিকা শীর্ষক সেমিনারের আয়োজন করে মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সেমিনারে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘সাগর অনেক দেশেই আছে। অনেক সাগর পুকুরের পানির মতো। আমাদের সাগর অনেক উত্তাল। এই সাগরে তেল, গ্যাস সবই আছে।’
মাহবুব আলী বলেন, ‘বারবার চেষ্টা করছি, যতদিন আমরা সচেতন হতে না পারবো, ততদিন আমরা সফল হতে পারবো না।  আমাদের সম্ভবনা আছে। মানুষের বিশ্বাস-আস্থার জায়গা হলে বিনিয়োগ বাড়বে। বাংলাদেশে বিদেশিদের পর্যটনে বিনিয়োগে আগ্রহ বাড়বে। কাউকে বিনিয়োগের জন্য চাপ দিলে হবে না। বিনিয়োগের সুযোগ দিতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। পর্যটককে বেঁধে আনা যাবে না। পরিবেশ তৈরি হলে মানুষ এমনিতেই আসবে। বাংলাদেশ পর্যটনের জন্য নিরাপদ।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, ‘সম্ভাবনাকে কাজে লাগাতে সঠিক কর্ম পরিকল্পনা প্রয়োজন। সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বেসরকারি উদ্যোক্তাদের ব্যবসায়ের সুযোগ করে দিতে হবে।’

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আমরা কী জাতিগতভাবে পর্যটন বান্ধব? আমাদের গ্যাপ কোথায়। যে পরিমাণ চাহিদা আছে, সেই পরিমাণ আমরা সেবা দিতে পারছি না। নীতি কাঠামো সরকার এককভাবে করলে সমস্যা থেকে যাবে। মূল স্টেক হোল্ডারদের নিয়ে নীতিমালা করতে হবে। পর্যটন বিকাশে প্রাইভেট সেক্টরেরও ভূমিকা রয়েছে। আমরা প্রাইভেট সেক্টরকে নিয়ে নীতিমালা করি, তাহলেই সম্প্রসারণ হবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, ‘আমাদের কো অর্ডিনেশনের সমস্যা আছে। হতাশ হওয়ার কিছু নেই। আমরা সাহস নিয়ে এগিয়ে যাই, তাহলেই পারবো। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। পর্যটন আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী জাবেদ আহমেদ বলেন, ‘পর্যটনের অগ্রগতির জন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন। বেসরকারি প্রতিষ্ঠান কাজ করবে। সরকার তাদের নীতিগত সহায়তা করলেই এগিয়ে যাবে দেশ।’
পর্যটন করপোরেশনের চেয়ায়ম্যান আলী কদর বলেন, ‘একটি ভালো পরিকল্পনা দরকার। তবে শুধু পরিকল্পনা করলেই হবে না, কার্যপরিকল্পনাও দরকার আছে। বিনিয়োগ ও দক্ষ জনবল প্রয়োজন আছে। কিন্তু আমাদের দক্ষ জনবল নেই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল প্রমুখ।

আরো সংবাদ