কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৭-২৮ ১০:৪২:৩৭

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরের মুখ জেলে ঘাট দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা আসা অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাড়াঁশি অভিযানে বন্দুকযুদ্ধে দুই শতাধিক ইয়াবা কারবারি নিহত হলেও সাবরাংয়ের সিন্ডিকেটের সদস্যরা এখনো অধরা থাকায় বন্ধ হচ্ছে না ইয়াবা আসা। ইয়াবা পাচারে জড়িত সিন্ডিকেটের সদস্যরা প্রকাশ্যে ঘুুুরা ফেরা করছে বলেও খবর পাওয়া গেছে। ফলে আতংকে দিন যাচ্ছে জেলে ও নৌকার মালিকদের। ওই  সিন্ডিকেটের সদস্যরা নাফনদী ও সাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করে গড়ে তুলেছে বড় নেটওয়ার্ক। সম্প্রতি এ সিন্ডিকেটের ২টি বোট স্থানিয় জনতা আগুন দিয়ে পুড়িয়ে দিলেও আরো একটি বোট ক্রয় করে রাতের আধারে ইয়াবা আনা অব্যাহত রেখেছে। এ সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেফতার করলে বন্ধ হবে খুরের মুখ জেলে ঘাট দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা আসা এমনটাই দাবী স্থানীয়দের।

বিজিবি টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সল খান জানান, সাবরাং ইউনিয়নের খুরের মুখ জেলে ঘাট এলাকায় বিজিবির সদস্যদের টহল দল বাড়ানো হয়েছে। মাছ শিকার করা জেলেদেরও সতর্ক করা হয়েছে। সীমান্তে পাচারে জড়িত কাউকে ছাড় নেই।

আরো সংবাদ