সাবেক এসপি বাবুল আক্তার রিমান্ড শেষে কারাগারে - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২১-০৫-১৭ ১৮:১৫:২২

সাবেক এসপি বাবুল আক্তার রিমান্ড শেষে কারাগারে

স্ত্রী হত্যায় বাবুল আক্তারের দায়ের করা মামলার পুনঃ তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক :  চট্টগ্রামে আলোচিত মিতু হত্যায় স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানানোয় ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের সাবেক এসপি বাবুল আকতারকে।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাসকামরায় তাকে হাজির করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

আদালত সূত্র জানিয়েছে, তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এর আগে মিতু হত্যার অভিযোগে করা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ মে রিমান্ডে পেয়েছিল পিবিআই। পাঁচ বছর আগে মিতু হত্যায় বাদী ছিলেন স্বামী বাবুল আক্তার।

২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে খুন হন বাবুল আকতারের স্ত্রী মাহমুদা মিতু। পাঁচ বছর পর স্ত্রী মাহমুদা খানমকে হত্যার অভিযোগে শ্বশুরের করা মামলায় ১২ মে গ্রেপ্তার দেখানো হয় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে।

আরো সংবাদ