সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৮ মে ২০২৪ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০২-২৭ ১৩:০৩:০৩

সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর

সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর

কক্সবাজার : পাবর্ত্য বান্দরবানের নাইক্ষ্যছড়ির তুমব্রæ সীমান্তের শূন্যরেখায় আশ্রিত সব রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। মালামাল ও রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে পৌঁছে দিতে ব্যবহার হয় ১টি বাস ও ১টি ট্রাক।

সোমবার (২৭ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছন ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। তার দাবি বর্তমানে তুমব্রæ শূন্যরেখায় আর কোনও রোহিঙ্গা নেই।

এর আগে রোববার ঘুমধুম ইউনিয়নের তুমব্রæ বাজার এলাকা থেকে বাসযোগে ৬৭ পরিবারের ২৪২ জনকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে আনা হয়। জাহাঙ্গীর আজিজ আরও বলেন, এক মাসের মধ্যে ৫৩০ পরিবারের মোট ২ হাজার ৫২৭ রোহিঙ্গাকে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, ফেব্রæয়ারির শুরু থেকে এ পর্যন্ত ৮ দফায় ২৫২৭ জন রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্প ও বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়। ৫ ফেব্রæয়ারি থেকে ১৪ ফেব্রæয়ারি পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গা থেকে ৭ দফায় কুতুপালং সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয় ২৩৮৭ জনকে। এ সময় কিছু রোহিঙ্গা অনিবন্ধিত ছিল। পরে নিবন্ধন কার্যক্রম শেষে রোববার ট্রানজিট ক্যাম্পে সরানো হয়।

আরো সংবাদ