সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২৩-০৫-১৮ ১৪:৩১:০৮

সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে নির্মাণ সামগ্রী (ঢেউটিন) ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।  বৃহস্পতিবার (১৮ মে)  দ্বীপের ১৫ পরিবারের মাঝে এ ধরনের সহায়তা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুরু হয়।

উপজেলা সহকারী কমিশনার কমিশনার (ভূমি) মো. ইরফানুল হক চৌধুরী সেন্টমার্টিনের ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করছেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে আমার ইউনিয়নের প্রায় ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) থেকে ঢেউটিন ও নগদ সহায়তা হিসেবে প্রতি পরিবারের ছয় হাজার টাকা প্রদান করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফানুল হক চৌধুরী বলেন, গত দুইদিন থেকে সরকারের ত্রাণসামগ্রী নিয়ে আমি সেন্ট মার্টিনে অবস্থান করছি। বৃহস্পতিবার থেকে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান্ডেল ঢেউ টিন ও নগদ ছয় হাজার টাকা বিতরণ করা হয়েছে।

পর্যায়ক্রমে সেন্ট মার্টিনে দুই’শ পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মোখা’র আঘাতে ক্ষতিগ্রস্থ উপজেলায় সাত হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে। সেন্ট মার্টিনে বিতরন শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে এ সহায়তা পৌঁছানো হবে।

আরো সংবাদ