সেন্টমার্টিনে পরিবেশবাদীদের বাঁধার মুখে কুকুর পুনর্বাসন - কক্সবাজার কন্ঠ

শনিবার, ৪ মে ২০২৪ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৩-২৯ ০৬:২৫:৫১

সেন্টমার্টিনে পরিবেশবাদীদের বাঁধার মুখে কুকুর পুনর্বাসন

নিজস্ব প্রতিবেদক : পরিবেশবাদীদের বাঁধার মুখে পড়েছে সেন্টমার্টিন থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন। যার কারনে টেকনাফ উপজেলা প্রশাসন গেল সোমবার (২৮ মার্চ) এ প্রক্রিয়া বন্ধ করে দেয় ।

এর আগে গত রোববার বিকেল চারটার দিকে সেন্টমার্টিন জেটিঘাট এলাকা দিয়ে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়।

জানাগেছে , শুরুর প্রথম দিনে জাল ও ফাঁদ পেতে ৩৬ টি কুকুর আটক করা হয় । এসব কুকুরকে লোহার খাঁচায় বন্দী করে টেকনাফে এনে বিভিন্ন স্থানে পুনর্বাসন করার কথা ছিল । প্রতিবাদের মুখে এই ৩৬ টি কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী ।

ইউনিয়ন পরিষদ সূত্র জানায় , সমুদ্র সৈকতজুড়ে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণের কারণে সেন্টমার্টিন ভ্রমণে আসা পর্যটকেরা প্রায় সময় আতঙ্ক থাকেন। এ ছাড়া সৈকতের বালুচরে ডিম ছাড়তে আসা মা কচ্ছপ কুকুরের আক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছিল । এ জন্য কুকুর পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়া হয় ।

কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ এ বিষয়ে বলেন , বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে উচ্চ আদালতের পরিবেশবাদী সংগঠনের করা একটি রিট রয়েছে । এখন কুকুরগুলোকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হলে নতুন করে পরিবেশবাদীরা বাধা দেন । এ কারণে উদ্যোগটি আপাতত বন্ধ করা হয়েছে ।

উল্লেখ্য, ২০১৪ সালে একটি বেসরকারি সংস্থার রিট আবেদনের প্রেক্ষিতে কুকুর নিধন বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত। এতে কুকুর নিধন কর্মসূচি থেকে বেরিয়ে কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার কাজ শুরু করে।

আরো সংবাদ