সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৬-১২ ১৫:৫১:৫০

সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সেন্টমর্টিন দ্বীপে প্রতিদিন ৯০০ পর্যটক ভ্রমণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে পর্যটন ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। রোববার (১২ জুন) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানানো হয়। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার (টুয়াক) আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সীমিতকরণ পর্যটন শিল্পের জন্য আত্মঘাতী হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশীয় পর্যটকরা বিদেশমুখী হবেন।

ফলে দেশের অর্থ বিদেশে চলে যাবে। পাশাপাশি এই শিল্পের সাথে জড়িত ২ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়বেন। তাই সিদ্ধান্তটি পূনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি তাঁরা আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহম্মেদ, সাধারণ সম্পাদক হোছাইন আহমদ বাহাদুর, টুয়াকের প্রধান উপদেষ্টা মফিজুর রহমান, সভাপতি আনোয়ার কামাল প্রমুখ। মানববন্ধনে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ৯টি সংগঠন অংশগ্রহণ করে।

আরো সংবাদ