সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ : পর্যটক আটকা - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ৩ মে ২০২৪ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২২-০২-২১ ০৬:০৬:৩৭

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ : পর্যটক আটকা

জসিম সিদ্দিকী কক্সবাজার : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় প্রায় ৪ হাজার পর্যটক আটকা পড়েছে। ২০ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনগামী সকল প্রকার জাহাজ চলাচল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে।

অতিরিক্ত জেলা ম‍্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নং সতর্কতা সংকেত জারি হওয়ায় একদিনের জন‍্য জাহাজ চলাচল বন্ধ রাখা হচ্ছে। এসময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া ৫০% ছাড় দিতে বলা হয়েছে। তিনি বলেন, আবহওয়া পরিস্থিতির উন্নতি হলে ফের জাহাজ চলাচল শুরু হবে।

এদিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় সেন্টমার্টিনদ্বীপে প্রায় ৪ হাজার পর্যটক আটকা পড়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় চার হাজার পর্যটক আটকা পড়লেও এই সংখ্যা আরও কমতে পারে। কারণ অনেক পর্যটক নিজ উদ‍্যোগে সেন্টমার্টিন ত‍্যাগ করার সম্ভাবনা রয়েছে।
এ নিয়ে সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ” (স্কোয়াব) এর সভাপতি তোফায়েল আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে কর্তৃপক্ষ একদিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রেখেছে। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার বিষয়টি তাঁরা দেখভাল করবেন।

আরো সংবাদ