সৈকতে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব ২০২২ উদযাপন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২২-০৬-০৮ ০৭:৩৩:৪৭

সৈকতে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব ২০২২ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুর দূরদৃষ্টি, বঙ্গোপসাগরে সুনীল অর্থনীতির সৃষ্টি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার ( ৮ জুন) ওয়ার্ল্ড ওশান ডে-তে কক্সবাজারের লাবণী পয়েন্টে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব-২০২২।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এয়ারলাইন্স এর চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। এতে আরও বক্তব্য রাখেন  নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক  কমোডর আবু জাফর মো: জালাল উদ্দিন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ড. মো: কাউসার আহাম্মদ, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব রিয়ার অ্যাডমিরাল মো: খুরশেদ আলমসহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আজকে দিনব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম, ব্লু ইকোনমি সেমিনার, বীচ ভলিবল, সার্ফিং প্রভৃতি কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গোপসাগর উৎসব ২০২২।

আরো সংবাদ